초록 열기/닫기 버튼

This article seeks to probe the influence of microcredit on the development of agency and empowerment of poor women in rural Bangladesh. The study was conducted on the clients of two leading NGOs—Grameen Bank (GB) and Bangladesh Rural Advancement Committee (BRAC)—in Bangladesh. The qualitative findings of the ethnographic study confirmed that poor women’s involvement in microcredit programs does not contribute to the development of their agency and empowerment in a transformative sense due to structural problems in the programs and the patriarchal social structure of Bangladesh. It is true that microcredit has increased the mobility of women through group networks and organizations, but it has not added to their broader empowerment by easing their access to market transactions, unlike their male counterparts. An overwhelming majority of women do not have control over loans and credit-driven activities, although repayment responsibility rests entirely with them. In some instances, microcredit leads to spousal conflicts regarding repayments. Therefore, microcredit has not been very effective in promoting rational economic choices by women that would lead to their empowerment in the true sense of the term.


ABSTRACT IN BANGLA এই প্রবন্ধ বাংলাদেশের গ্রামীণ দরিদ্র নারীর ক্ষমতায়ন ও এজেন্সি উন্নয়নে ক্ষুদ্র ঋণের প্রভাব অনুসন্ধানের প্রচেষ্টা নিয়েছে। বাংলাদেশের দু’টি প্রধান বেসরকারি সংস্থার—গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক—গ্রাহকদের উপর গবেষণাকর্মটি পরিচালিত হয়েছে। নৃতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত ফলাফল প্রকাশ করে যে, বাংলাদেশের পুরুষতান্ত্রিক সমাজ কাঠামো ও ঋণ কর্মসূচীর কাঠামোগত সমস্যার কারণে দরিদ্র নারীদের ঋণ কর্মসূচীতে অংশগ্রহণ, তাঁদের ক্ষমতায়ন ও এজেন্সি উন্নয়নে কার্যকরীভাবে অবদান রাখেনি। এ কথা স্বীকার্য যে, সংগঠন ও দলীয় যোগাযোগের মাধ্যমে নারীর গতিশীলতা বেড়েছে ঠিকই, কিন্তু পুরুষের মত বাজার বিনিময় ব্যবস্থায় সহজ প্রবেশাধিকারের মাধ্যমে তাঁদের ব্যাপক ক্ষমতায়ন ঘটেনি। বিপুল সংখ্যাগরিষ্ঠ সংখ্যক নারীর ঋণ ও ঋণ-পরিচালিত কর্মসূচীতে কোন নিয়ন্ত্রণ নেই, যদিও ঋণ পরিশোধের দায়িত্ব সম্পূর্ণরূপে তাঁদের উপর ন্যাস্ত। গবেষণায় দেখা যায়, প্রায়শই ঋণ পরিশোধকে কেন্দ্র করে পরিবারের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এভাবে, ক্ষুদ্র ঋণ নারীর যৌক্তিক অর্থনৈতিক সিদ্ধান্ত নির্ধারণে কার্যকরভাবে ভূমিকা রাখতে পারেনি, যাতে করে সত্যিকারভাবে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হতে পারে।