초록 열기/닫기 버튼

Riverbank erosion is one of the major natural hazards that have long-term consequences for human life. Bangladesh, a riverine country, regularly suffers from serious riverbank erosion. As a result, thousands of people, living near or along riverbanks, are displaced every year. Based on a field investigation undertaken in a village of Southern Bangladesh, this study examines how rural women cope with riverbank erosion. It reveals that women remain highly dependent on their surrounding environment to perform a wide range of activities. As a result, displacement due to riverbank erosion severely affects them. This article also shows that despite the socio-economic, cultural and gender barriers, women build diverse strategies to carry on with their lives in a new environment. Our findings identify women's capacity to face adversities due to natural hazards and how they use their own agency to influence social transformation.


ABSTRACT IN BANGLA যে সকল প্রাকৃতিক দুর্যোগ মানবজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে তার মধ্যে নদী-ভাঙন অন্যতম। নদীমাতৃক বাংলাদেশে নিয়মিত নদী-ভাঙনের ঘটনা ঘটে। ফলে নদীর তীরে বা কাছাকাছি বসবাসকারী হাজার হাজার মানুষ প্রতিবছর বাস্তুচ্যুত হচ্ছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের ভিত্তিতে করা এই গবেষণায় নদী-ভাঙনের সাথে গ্রামীণ নারীর খাপ খাওয়ানোর প্রক্রিয়া বর্ণিত হয়েছে। গবেষণায় দেখা যায় যে, বহুবিধ কর্মকাণ্ড সম্পাদনের জন্যে গ্রামীণ নারীরা তাদের পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভরশীল। ফলে নদী-ভাঙনের কারণে বাস্তুচ্যুতি তাদেরকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করে। এই প্রবন্ধটি এটাও উপস্থাপন করে যে, আর্থ-সামাজিক, সাংস্কৃতিক ও জেন্ডারভিত্তিক বাধা সত্ত্বেও নারীরা নতুন পরিবেশে বিভিন্ন কৌশল অবলম্বন করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নারীর সক্ষমতা এবং কিভাবে তারা সক্রিয় হয়ে সামাজিক পরিবর্তনে অংশ নেয় তা আমাদের গবেষণায় সুস্পষ্ট হয়েছে।